শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলাদিপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক সদর উপজেলার খানখানাপুর মিয়া পাড়া এলাকার জাকির হোসেন বাবুর ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, বিকেলে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীগামী একটি নসিমন আলাদিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়ে একটি মোটরসাইকেল উল্টে সেই নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক অনিক ও নসিমন চালক হাসান গুরুতর আহত হন।
আরও পড়ুন: গোপালগঞ্জের সড়কে ঝরল স্বামী-স্ত্রী ও মেয়েসহ ৬ জনের প্রাণ
মো. শামীম শেখ বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। আর নসিমন চালক হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নসিমন জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
]]>