রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ৮৯টি পূজা মন্ডপে এ অনুদান বিতরণ করা হয়। প্রতিটি মন্ডপকে ১০ হাজার টাকা করে মোট ৮৯টি পূজা মন্ডপে অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
আরও পড়ুন: পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা: নরসিংদী পুলিশ সুপার
এ সময় শারদীয় দুর্গোৎসবে বিএনপির সকল নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া এবং নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।
আরও পড়ুন: নরসিংদীতে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত
এসময় পূজা উদযাপন কমিটির নেতারাসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
]]>