নরসিংদীতে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

৩ দিন আগে
নরসিংদীর রায়পুরায় নকল কীটনাশক বিক্রির অভিযোগে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার হাসনাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই লক্ষাধিক টাকার অননুমোদিত মালামাল জব্দ করে তা বিনষ্ট করা হয়।

এ অভিযান পরিচালনা করেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং রায়পুরা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: ফতুল্লায় নকশাবহির্ভূত পাঁচ ভবনের নির্মাণ কাজ বন্ধ ও জরিমানা


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে হাসনাবাদ বাজারে গিয়ে ব্যবসায়ী মাসুদ রানার দোকানে কৃষি উপকরণের অনুমোদনহীন কীটনাশক ও অনুখাদ্য মজুত এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার আইন ও কৃষি উপকরণ সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।


উল্লেখ্য, কৃষিতে ব্যবহৃত অননুমোদিত উপকরণ চাষিদের ফসলের ক্ষতি এবং পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। এ বিষয়ে স্থানীয় কৃষকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ হতে।

]]>
সম্পূর্ণ পড়ুন