মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলার প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরেই নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরপর শ্রদ্ধা নিবেদন করে জুলাই শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধাদের সম্মিলন আয়োজন করা হয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. মঈন খান
এদিকে জুলাই অভ্যুত্থান পালন করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শোভাযাত্রা, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের শোভাযাত্রাসহ বিএনপি ও সহযোগী সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন স্বৈরশাসক শেখ হাসিনা। এর আগে জুলাই ব্যাপী আন্দোলনে নরসিংদীতে ২২ জন শিক্ষার্থী-যুবক-জনতার আত্মহুতির মধ্যদিয়ে অর্জিত হয় জুলাই অভ্যুত্থ্যান।