নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।
জানা যায়, ফার্মেসিতে তালা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করার সময় পথচারীরা দোকানের ভিতরে শব্দ শুনে দোকান মালিককে ফোন করেন এবং ফার্মেসির ভিতরে চোর ঢুকেছে বলে জানান। বাড়ি থেকে এসে দোকান মালিক মনোয়ার হোসেন ডাক চিৎকার করলে উৎসুক জনতা সাইফুলকে গণপিটুনি দেন।
আরও পড়ুন: খুলনায় গণপিটুনিতে যুবক নিহত
এতে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে নরসিংদী জেলা হাসপাতাল স্থানান্তর করেন। এরপর সেখানে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান সাইফুল।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণপিটুনিতে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।