নরসিংদীতে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশে মানুষের ঢল

১১ ঘন্টা আগে
নরসিংদীতে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশ করেছে শিবপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

রোববার(১৬ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে সমাবেশস্থলে হাজারো মানুষের ঢল নামে। 


বিকেলের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজির হয় নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে দাবি ওঠে আওয়ামী লীগের বিচারের। 


নেতাকর্মীরা বলেন, আ.লীগ বিগত সময়ে ভোটের অধিকার কেড়ে নেয়াসহ বিভিন্ন ফ্যাসিবাদি কার্যক্রম চালিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। অচিরেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করার পাশাপাশি আ.লীগ প্রধান শেখ হাসিনার সর্বোচ্চ বিচার দাবি করেন বক্তারা। 

আরও পড়ুন: নরসিংদীর শিবপুরে ধানের শীষের পক্ষে মিছিল

গণসমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী আবুল হারিস রিকাবদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টু।


এসময় শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী আবুল হারিস রিকাবদার বলেন, ‘৩৫ বছর বিএনপির রাজনীতি করি, অথচ আমাকেও বিতাড়িত করতে চক্রান্ত চলছে। শিবপুরে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে থাকবে। তারেক রহমানের প্রতিশ্রুতি ঠিক থাকলে মনোনয়ন অপনাদের ঘরেই আসবে। আসন্ন নির্বাচনে আবারও যেন স্বৈরাচারের প্রক্রিয়ায় নির্বাচন না হয়, কালো টাকার প্রভাবমুক্ত নিট অ্যান্ড ক্লিন ইমেজের প্রার্থী হোক এটাই সকলের প্রত্যাশা।’


গণসমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, নরসিংদীর ৫ টি আসনের মধ্যে ৪ টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও এখনও বাকি আছে নরসিংদী-৩ শিবপুর আসন। 

]]>
সম্পূর্ণ পড়ুন