সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি তুলে নেয়ার পর কর্মকর্তারা যার যার গন্তব্যে যান। এর আগে দুপুর ২টা থেকে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের একটি কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
নরসিংদী তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সামি বলেন, ‘আমরা তাঁতবোর্ডের অধীনে হওয়ায় নানা জটিলতায় ভুগছি। যেমন ভর্তি জটিলতা, সেশন ফি বেশি, নিয়মিত শিক্ষক না থাকাসহ নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দাবি এক দফা দাবি হচ্ছে তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তর করে স্থায়ী শিক্ষক নিয়োগ দেয়া।’
শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।’
আরও পড়ুন: নরসিংদী টেক্সটাইল কলেজে তাঁতবোর্ড চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তা অবরুদ্ধ
তাঁতবোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী বলেন, ‘একটি প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের অধীনে নিয়ে যেতে একটি আইনি প্রক্রিয়া আছে। সেটি অনুসরণ করে তাঁতবোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তর করা সম্ভব। আমি আমাদের সচিবকে জানিয়েছি, দরকার হলে আমাদের উপদেষ্টাকে জানাব। তারা যে সিদ্ধান্ত দেবেন, সেটা নিয়ে কাজ করব। কিন্তু আমাদের সময় না দিয়ে অবরুদ্ধ করে সাথে সাথে দাবি আদায় করা সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করছি, তারা যেন আজকের কর্মসূচি অব্যাহতি দেয়। তাদের আন্দোলন যৌক্তিক, তবে, আমাদেরকে সময় দিতে হবে এবং ইতিমধ্যে তাদের অনেকগুলো দাবি বাস্তবায়ন করা হয়েছে।’
‘আগামী ১৩ জানুয়ারি সোমবারের মধ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি সভা আয়োজনের ব্যবস্থা করা হবে।’
আরও পড়ুন: রাবিতে ১০ ঘণ্টা অবরুদ্ধ কর্মকর্তারা, কয়েকজন ‘অসুস্থ’ হয়ে পড়েছেন
প্রধান দাবি, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে। এমন লিখিত শর্তে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৯টায় কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা। পরে অবরুদ্ধ কর্মকর্তারা ঢাকায় ফিরে যান বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা বস্ত্র ও পাট উপদেষ্টার সঙ্গে দাবির বিষয়ে দেখা করেছিলেন। ওই ধাপের অংশ হিসেবে এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সোমবার ক্যাম্পাসে এসেছিলেন কর্মকর্তারা।