নভেম্বরে বৃষ্টি নিয়ে নতুন বার্তা, ঘূর্ণিঝড়ের শঙ্কা

২ সপ্তাহ আগে
নভেম্বরে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২ নভেম্বর) মাসব্যাপী আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিও হতে পারে। তবে নদনদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে, মানে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

আবহাওয়ার আরও খবর

 

এছাড়া তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে কোনো শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। অবশ্য নদনদী অববাহিকায় সন্ধ্যা ও সকালে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। 

 

আরও পড়ুন: ফের লঘুচাপের শঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের আভাস

]]>
সম্পূর্ণ পড়ুন