চলতি বছরই জাতীয় দলে অভিষেকের ২০ বছর পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। বছরের শেষ নাগাদ আরেকটা মাইলফলক ছোঁয়ার সুযোগ মুশফিকের সামনে। নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। এই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে আইরিশরা। এর মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টটি ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এটাই হতে পারে মুশফিকের ক্যারিয়ারের শততম টেস্ট।
শুরুতে এই সফরে আয়ারল্যান্ডের একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে বাংলাদেশের চাওয়া মেনে নিয়ে দুটি টেস্ট খেলতে সম্মত হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্টটি ১১ নভেম্বর সিলেটে শুরু হবে।
২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৯৮টি টেস্ট খেলেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে এটাই সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড। আয়ারল্যান্ড সিরিজের দুটি টেস্টই যদি মুশফিক খেলেন, তবে এই সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়বেন তিনি। ২০০৫ সালে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের এবং শচীন টেন্ডুলকারের পর সেই ভেন্যুতে টেস্ট খেলা দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।
আরও পড়ুন: একনজরে পাকিস্তান-পাইক্রফট নাটকের শুরু থেকে শেষ
বাংলাদেশের পক্ষে টেস্টে ৬ হাজার রান করা একমাত্র ব্যাটার মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে তার খেলা অপরাজিত ২১৯ রানের ইনিংসটিই টেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ ইনিংস।
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। সবকয়টি ম্যাচই ঢাকায় হবে।
এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঘোষণা করেছে যে তারা অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তিনটি ওয়ানডে হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। এরপর ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: উড়ে এসে বল পড়ল আম্পায়ারের মাথায়, তার বদলি হন বাংলাদেশের গাজী সোহেল
আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর–জানুয়ারি সময়টা বাংলাদেশের জন্য খালি রয়েছে। এর মানে ওই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে হবে টি২০ বিশ্বকাপ।
বাংলাদেশের ২০২৫-২৬ মৌসুমের ক্যালেন্ডারে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ।