নিহতরা হলেন, বগডহর গ্রামের জামাল মিয়ার কন্যা তিশা আক্তার (৭) ও ছেলে মো. আরিয়ান (৬) ৷
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান জানান, দুই শিশু বাড়িতে খেলা করছিলেন। এর কিছুক্ষণ পর তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে ডোবার পানিতে গোসল করতে নেমে এক শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। পরে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর নিথর দেহ তাদের বাড়িতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানা যায়নি পরিচয়
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, পরিবারে পক্ষ থেকে বিষয়টি এখনও থানা পুলিশকে কেউ অবগত করিনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হবে।