শনিবার (১০ মে) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন দূর্গারামপুরে মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মণের নৌকার জেলারা।
জেলেরা জানায়, উপজেলার গোপীনাথপুর মনতলা গ্রামের জেলে পরিতোষ বর্মণসহ অন্য জেলেরা প্রতিদিনের মতো মেঘনা নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকালে তাদের জালে ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে নিয়ে যায়। সেখানে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের কাছে ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় বিক্রি করেন।
আরও পড়ুন: পদ্মায় জেলের জালে উঠে এলো ৫৭ কেজির দুই কাতল
নৌকার মালিক পরিতোষ বর্মণ জানান, প্রতি দিনের মতো আমাদের বাছুরি নৌকা নিয়ে মেঘনা নদীতে আমরা মাছ ধরতে যাই। আমাদের জালে ধরা পড়া কাতল মাছটির ওজন ১৯ কেজি। পরে মাছটি নবীনগর বাজারের সুনীল বর্মণের আড়ত এ তোলা হলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন মাছটি ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন। সৌভাগ্য ক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে খুব উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
নৌকার অপর জেলে সত্যগুণ বলেন, ‘মাঝেমধ্যে তিতাস ও মেঘনা নদীতে কাতল, রুই ও বোয়ালসহ অন্যান্য মাছ আমাদের জালে ধরা পড়ে। কিন্তু অনেকদিন পরে আমাদের জালে এ রকম বড় একটি কাতল মাছ ধরা পড়ল। এ বছর এতো বড় কাতল এটাই প্রথম, তাই আমরা অনেক খুশি।’