নবাবগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ মুন্সীগঞ্জে উদ্ধার

২ সপ্তাহ আগে
ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৪ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে শাহ আলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।


স্বজনরা জানান, প্রতিদিনের মতো গত বুধবার (২ এপ্রিল) নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন শাহ আলম। এরপর আর বাড়ি ফিরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।


আরও পড়ুন: রাতে ঘর থেকে বের হলেন তাহের, সকালে মিলল লাশ

 

সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন