হাসান বসরি (রহ.) শিশুসন্তান ও তার বাবার জন্য একটি দোয়া করতেন। প্রসিদ্ধ দোয়াটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তা হলো-
بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ উচ্চারণ: বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিকতা বিররাহু।
অর্থ: আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দিন। আপনি সন্তান দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন। সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুক। এবং আপনি তার সদ্ব্যবহার লাভ করুন।
আরও পড়ুন: টাকা ছাড়াই অন্যকে সহায়তা করার ৭ উপায়
কেউ এমন অভিনন্দন জানালে এর জবাবে বলবে-
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ উচ্চারণ: বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা।
অর্থ: আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার ওপর বরকত দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এবং আপনাকেও অনুরূপ দিন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন। (আল-আজকার লিননববি, পৃষ্ঠা : ৩৪৯; তুহফাতুল মাওলুদ, পৃষ্ঠা : ২৯)
হাসান বসরি (রহ.) এর এ দোয়া আমাদের জন্য একটি বিশেষ দিকনির্দেশনা। এটি শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে রয়েছে গভীর চিন্তাশীলতা, কৃতজ্ঞতা প্রকাশ এবং পারস্পরিক কল্যাণ কামনার শিক্ষা।
ইসলামের এ চমৎকার দিকটি পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং একটি আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। আমাদের উচিত এই দোয়াগুলো আমল করা এবং আমাদের প্রজন্মকে শেখানো, যেন তারা ইসলামের এই মূল্যবান ঐতিহ্য রক্ষা করতে পারে।
]]>