শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিধুলি ইউনিয়নের চরভাটিয়ানি এলাকার আনার বাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো চরভাটিয়ান এলাকার দুদু মিয়ার ১২ বছর বয়সী মেয়ে মরিয়ম এবং তার ৮ বছর বয়সী ছেলে আবু সাঈদ। অন্য মৃত শিশুটি হলো সরিষাবাড়ী উপজেলার বাউশি এলাকার নুর ইসলামের ৯ বছর বয়সী মেয়ে সাইবা।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে চার শিশু নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় খেলতে যায়। খেলার এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে চারজনই পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
আরও পড়ুন: নদীতে গোসলে নেমেছিল গালিব, জালে পা আটকে ডুবে মৃত্যু
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবুরি দল মরিয়ম, আবু সাঈদ এবং সাইবার নিথর দেহ উদ্ধার করে।
আরও পড়ুন: পানিতে ডুবে মৃত্যু, সহপাঠীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার
এই সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ থাকা চতুর্থ শিশুটির পরিচয় জানা যায়নি এবং তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
]]>
৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·