নদীর অস্তিত্ব রক্ষায় গণগোসল আর হাঁস ধরা প্রতিযোগিতায় নামল মোংলাবাসী

৩ দিন আগে
নদীর জীবনসত্বাকে ফিরিয়ে আনতে বাগেরহাটের মোংলায় ব্যাতিক্রমি অয়োজন করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। পশুর নদীতে নেমে হাঁস ধরা, সাতার প্রতিযোগিতা ও নদীতে নেমে গণগোসল কর্মসূচির মাধ্যমে নদীর অস্তিত্ব রক্ষার বার্তা দেন তারা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর তীরে বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শীর্ষক আলোচনা সভা শেষে এই কর্মসূচি করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

 

এমন ব্যাতিক্রমি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ধরা (ধরিত্রী রক্ষায় আমরা), পশুর রিভার ওয়াটারকিপার, লিডার্স ও বাদাবন সংঘ।

 

দুপুরে এসকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ।

 

আরও পড়ুন: ৫০ বছরের দখল-দূষণে নদীর সংখ্যা নেমেছে অর্ধেকে

 

এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সেভ দা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এছাড়া সমাজসেবক আব্দুল মান্নান হাওলাদার, সমাজকর্মী আবু হোসেন পনি, ক্রীয়া সংগঠক শেখ রুস্তুম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, শেখ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, পরিবেশকর্মী আব্দুর রশিদ হাওলাদার, ধরার নেতা এস এম জানে আলম বাবু, হাছিব সরদার ও মেহেদী হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা মানেই প্রকৃতিকে হত্যার অন্যতম মাধ্যম। তাদের প্রতিহত করতে না পারলে আগামী প্রজন্মকে আমরা কি উপহার দিবো। তাই নদী দখলকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। নদী বাচঁলে-উপকূল বাঁচবে, আর সুন্দরবন বাচঁলে বাংলাদেশও বাঁচবে।

 

আরও পড়ুন: নদী ভাঙনে বদলে যাচ্ছে দাগনভূঞার মানচিত্র, ম্যারাথন মানববন্ধনে প্রতিবাদ


আলোচনা শেষে অনুষ্ঠিত হয় পরিবেশ ও নদী রক্ষা উপলক্ষে মানববন্ধন, পরে ব্যাতিক্রমি আয়োজন পশুর নদীতে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা ও নদীতে নেমে গণগোসলের আয়োজন হয়। এ ছাড়াও ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপ প্লাস্টিক-নিষ্কাশন উদ্যোগ হিসেবে পাটের ব্যাগ বিতরণ করে। শেষে একটি নদীকেন্দ্রীক গানের-আড্ডার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আয়োজকরা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন