মঙ্গলবার (৬ মে) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার কুশিয়ারা রেল সেতুর নিচে নদীগর্ভ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফুলেছ আহমদ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। সে পেশায় একজন জেলে।
স্থানীয়রা জানান, কুশিয়ারা রেল সেতুর নীচে নদীতে নৌকাযোগে জাল দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এসময় ফুলেছ আহমেদের জাল আটকে যায়। জালটি ছাড়াতে তার সঙ্গীয় সুবেল ও রাজনসহ তিনজন নদীগর্ভে ডুব দেন। এরমধ্যে ২ জন ফিরে আসলেও ফুলেছ আর উঠে আসেন নি।নিখোঁজ হওয়ার খবরে স্থানীয় লোকজন নদীর তীরে ভিড় জমান।
ফুলেছ আহমদের সহকর্মী সুবেল ও রাজন জানান, তারা একসঙ্গে জাল তুলতে ডুব দেন। ডুব থেকে উঠে দেখেন ফুলেছ আহমদ ওঠেননি। এতে আতঙ্কিত হয়ে পরে ডুব দিয়ে ফুলেছকে খুঁজতে থাকেন। একপর্যায়ে জাল উঠলেও ফুলেছ আহমদ নিখোঁজ থেকে যান। ঘটনার পর ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের ডুবুরি না থাকায় সিলেট থেকে ডুবুরি ঘটনাস্থলে গিয়ে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সময় সংবাদকে জানান, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ বেলা সাড়ে ১১টার দিকে মিনিটে নিখোঁজ হন। ঘটনার আড়াই ঘণ্টার মাথায় ডুবুরিরা নদীগর্ভ থেকে তার মরদেহ উদ্ধার করেন।