বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষাণচর গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে রয়েছে দাদি মালেকা বেগম ও তার (নাতি) বড় ছেলে তোতা মৃধার ছেলে তৌসিফ (৮)। এ ঘটনায় তার আরেক ছেলে সরফউদ্দিন মৃধার শিশু পুত্র সোয়াদ নিখোঁজ রয়েছে।
স্থানীয় বাসিন্দা তৌসিফ আহমেদ সাগর জানান, প্রতিদিনের মতো দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের কুমার নদে দুই নাতিকে নিয়ে গোসলে যায় মালেকা বেগম। পরে তারা সকলের অগোচরে ডুবে যায় এবং ঘটনাটি সকলের অগোচরেই থেকে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে কয়েকজন দুটি লাশ ভাসতে দেখে, তখন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরমধ্যে স্থানীয় কয়েকজন লাশ দুটির কাছে গিয়ে শনাক্ত করে উদ্ধার করে নিয়ে আসে। তখন জানা যায় আরও একজন নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
পরে ফায়ার সার্ভিস সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়, খোঁজ না পেয়ে তারা চলে গিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ফরিদপুরে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোট মহড়া
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, কুমার নদে দুটি লাশ ভেসে উঠেছে বলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে ছুটে গিয়ে দুইজনকে নদী থেকে উদ্ধার করি। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদেরকে জানান। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্তি টানি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ মৃত দেহটি না পাওয়া যায় তাহলে সকাল থেকে আমরা আবার অভিযান শুরু করব।