নদী বাঁচলে বাঁচবে দেশ: পাথরঘাটায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান

৩ দিন আগে
'নদীও আমাদের মা, মাকে ধ্বংস নয় আমাদের জন্যই বাঁচিয়ে রাখতে হবে' এই হৃদয়স্পর্শী স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিশ্ব নদী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও নদী তীরবর্তী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সহযোগিতায় ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে বিষখালী নদীর কাকচিড়া লঞ্চ ঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।


'নদী আমাদের মা", "প্লাস্টিক বর্জ্য নদীতে নয়', 'নদী বাঁচলে বাঁচবে দেশ'- এমন সচেতনমূলক নানা স্লোগানে মুখর ছিল পুরো কর্মসূচি। আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্য শুধু নদী নয়, পুরো পরিবেশ ও মৎস্য সম্পদের উপর ভয়াবহ প্রভাব ফেলছে।


মানববন্ধন শেষে নদীর পাশে চলে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার অভিযান। অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে নদীতীরবর্তী এলাকা থেকে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে।


এ সময় বক্তব্য রাখেন- কাকচিড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটা সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কাকচিড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আজগর আলী পহলান, সিএনআরএস'র নিজাম উদ্দিন, সমাজসেবক মাইনুল ইসলাম প্রমুখ।


আরও পড়ুন: ৫০ বছরের দখল-দূষণে নদীর সংখ্যা নেমেছে অর্ধেকে


বক্তারা বলেন, 'নদী দখল ও প্লাস্টিক দূষণে দেশের পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাছসহ সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। নদী রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।' তারা দ্রুত নদীর প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং নদী দখল ও দূষণে জড়িতদের শাস্তির দাবি জানান।


সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, 'জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়েছে, মানুষের জীবিকা বিপন্ন হয়েছে। প্লাস্টিক দূষণে নদী ও সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে, যা মানুষের শরীরেও ক্ষতিকর প্রভাব ফেলছে।'


তিনি আরও বলেন, 'নদী আমাদের মা। যেমন আমরা মাকে ভালোবাসি, তেমনি নদীকেও ভালোবাসা ও যত্নে রক্ষা করতে হবে। নদীর সভ্যতা ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন