নদী ড্রেজিং-তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত কার্যক্রম অবহতিকরণ কর্মশালা

২ সপ্তাহ আগে
গড়াই নদীর তীর সংরক্ষণ প্রকল্প (২য় সংশোধিত) গড়াই নদীর তীরবর্তী এলাকা ভাঙন থেকে রক্ষা করার জন্য গৃহীত একটি প্রকল্প বাস্তবায়িত কর্যক্রম অবহতিকরণ প্রসঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রশিদুর রহমান। 


এসময় নির্বাহী প্রকৌশলী গড়াই নদীর তীর সংরক্ষণ ও খনন কাজের বর্ণনা দিয়ে বলেন, গড়াই নদী না বাঁচলে দক্ষিণাঞ্চলের পরিবেশ জীববৈচিত্র্য যেমন রক্ষা হবে না, তেমনি সুন্দরবনও বাঁচানো সম্ভব না। নদীতে ড্রেজিং বন্ধ হয়ে গেলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এই প্রকল্প নদীর তীর সংরক্ষণ, ড্রেজিং এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হয়, যা নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং তীরবর্তী এলাকার সুরক্ষায় সাহায্য করে। 

আরও পড়ুন: সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎

এসময় আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রশিদুর রহমান, গড়াই ড্রেজিং প্রকল্পের সাবেক নির্বাহী প্রকৌশলী সৈকত রায়, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক তৌহিদী হাসান, এস এম রাশেদ, তারিকুল হক তারিক, সাজ্জাদ রানা, কয়েকজন কৃষকসহ জেলার কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন