নতুন সভাপতির অধীনে মুশফিকের প্রত্যাশা দেশের ক্রিকেটের উন্নতি

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে গত মাসে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর সব পরিচালকদের নিয়ে বৈঠকও করেন তিনি। এরপর ঢাকার বাইরে বিসিবির অফিস করার কথাও জানান বোর্ডের নতুন এই সভাপতি।

গেলো মাসে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। এরপর বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বুলবুল। 

 

শনিবার (৭ জুন) দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন বিসিবি সভাপতি। তা ছাড়া জাতীয় দলের ক্রিকেটাররাও আছেন ছুটিতে। 

 

আরও পড়ুন: জাতীয় দল রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, ক্যারিবীয়দের কঠিন বাস্তবতার কথা জানালেন রাসেল

 

নিজ এলাকাতেই ঈদ উদযাপন করেছেন সব ক্রিকেটাররা। মুশফিকুর রহিম তার নিজ শহর বগুড়াতে ঈদ পালন করেছেন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বিসিবি সভাপতিকে নিয়ে কথাও বলেছেন মুশফিক। 

 

‘এর আগে যারা ছিলেন, অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু পালন করছে তারপর আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর ওরকম করে আসলে বলা যায় না।’ 

 

আরও পড়ুন: ভারতের সাদা বলের অধিনায়কের বিবেচনায় আইয়ার

 

নতুন সভাপতির অধীনে মুশফিকুর রহিমের আশা দেশের ক্রিকেটের উন্নতি। ‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি। আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন। তো আশা করবো উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটার জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন