নতুন মোড়কে আওয়ামী লীগকে চাই না: নাসির উদ্দিন পাটোয়ারী

১ সপ্তাহে আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন মোড়কে আওয়ামী লীগকে চায় না বলে জানিয়ে দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

রোববার (২৩ মার্চ) এনসিপি যাত্রাবাড়ি জোন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ‘আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় রাখার চেষ্টা চলছে। তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা তৃণমূলের ইলেকশন চায় না তারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চায়।’


আরও পড়ুন: গত ১৫ বছর গণতন্ত্রের কথা বললেই গুম-খুন করা হত: নাসির উদ্দিন


অন্য সব দলের সঙ্গে এনসিপি ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। নির্বাচন চাচ্ছেন! রাজনৈতিক দলগুলোকে বলব, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।’


পাটোয়ারী বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে সরকারকে আরও দ্রুত গতিতে কাজ চালিয়ে নিতে হবে। নতুন মোড়কেও আমরা আওয়ামী লীগকে চাই না।’

]]>
সম্পূর্ণ পড়ুন