নতুন বিরোধে আলিয়া-অনন্যা!

৩ দিন আগে
বলিউড নায়িকাদের রেষারেষি আর বিরোধে জড়ানোর ঘটনা নতুন নয়। এ বার সে ঝামেলায় জড়িয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অনন্যা পাণ্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, অতীতের মতো আর সুসম্পর্ক নেই আলিয়া-অনন্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার প্রমাণ মিলেছে।

 

সম্প্রতি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ সিনেমা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর এ সিনেমাটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন আলিয়া। বিতর্কের শুরু সেখান থেকেই।

 

জানা যায়, সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সোমবার (১২ জানুয়ারি) একটি স্ট্যাটাস দেন আলিয়া। যেখানে ইয়ামির একটি ছবি পোস্ট করে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ হন আলিয়া। 

 

ইয়ামিও আলিয়ার প্রশংসার পোস্টে ইতিবাচক সাড়া দেন।  কিন্তু মন্তব্যের ঘরে ভিন্ন মত জানাতে শুরু করেন নেটিজেনরা।

 

অনেকে আলিয়ার এ প্রশংসাকে ইতিবাচক হিসেবে নিলেও বেশিরভাগ নেটিজেনই বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন। অসংখ্য নেটিজেন আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যা দেন।

 

তেমনি একটি নেতিবাচক মন্তব্যে সম্প্রতি লাইক রিয়েকশন দিয়েছেন অভিনেত্রী অনন্যা। আর এরপরই দুই অভিনেত্রীর বর্তমান সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক-আলোচনা।

 

আরও পড়ুন: রাকেশকে দেয়া সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের চিঠি আবারও আলোচনায়

 

এ বিষয়ে আলিয়া ও অনন্যার টিম এখনও কোনও মন্তব্য করেনি। নতুন বিবাদ জন্ম নেয়ায় দুই নায়িকাই নিশ্চুপ বলে মনে করছেন ভক্তরা।

 

আরও পড়ুন: বিচ্ছেদের পর আলোচনায় মাহি, কারণ কী?

]]>
সম্পূর্ণ পড়ুন