নতুন বন্দোবস্তে আশাবাদীদের মধ্যে হতাশা দেখেছি: মাহফুজ আলম

৪ দিন আগে
যারা নতুন বন্দোবস্তের বিষয়ে আশাবাদী ছিলেন তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

 

মাহফুজ আলম লেখেন, আরেকবার চেষ্টা করে দেখি। নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ' ছাত্র ও নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।

 

আরও পড়ুন: নিজের রাজনৈতিক অবস্থান জানালেন মাহফুজ আলম

 

তিনি আরও লেখেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।

 

 

আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই বলেও পোস্টে লেখেন মাহফুজ আলম। তিনি লেখেন, গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কীভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।

 

আপনারা ই–মেইলের মাধ্যমে আপনাদের মতামত বা প্রশ্ন পাঠাতে পারেন: [email protected]। আমাদের প্রয়োজন নতুন প্রজন্মের মানুষের অংশগ্রহণ-যাদের আদর্শ হবে উচ্চতর, দৃষ্টিভঙ্গি হবে স্বচ্ছ এবং অঙ্গীকার হবে দীর্ঘমেয়াদি।

]]>
সম্পূর্ণ পড়ুন