বৃহস্পতিবার (৮ মে) ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট প্রেভোস্ট (৬৯)। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন।
এর আগে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়।
আরও পড়ুন:প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ভোট গড়াল দ্বিতীয় দফায়
প্রথা অনুযায়ী, ক্যাথলিক চার্চের কার্ডিনালরা গোপন সমাবেশে মিলিত হয়ে নতুন পোপ নির্বাচনের জন্য ভোট দেয়। ভোটের পর, নতুন পোপ নির্বাচিত হলে চিমনি দিয়ে সাদা ধোঁয়া ছাড়া হয়।
সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার মানুষের বিশাল হাততালির মধ্য দিয়ে ৬৯ বছর বয়সী প্রিভোস্টকে স্বাগত জানানো হয়
‘তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।’ ভ্যাটিকান বারান্দা থেকে তিনি বলেন।
শিকাগোতে ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী প্রিভোস্টকে একজন সংস্কারক হিসেবে দেখা হয় এবং তিনি পেরুতে আর্চবিশপ হওয়ার আগে বহু বছর ধরে একজন ধর্মপ্রচারক হিসেবে কাজ করেছেন।
বিশ্বনেতারা পোপ লিও চতুর্দশকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন আমেরিকান পোপ পাওয়াকে ‘মহান সম্মান’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন:নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
সূত্র: বিবিসি
]]>