পে-কমিশন সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক, কিন্তু এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না। পে-কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ার। ফলে তাদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কিছু করার নেই।
আরও পড়ুন: নতুন পে-স্কেল নিয়ে যে তথ্য দিলেন গভর্নর
এদিকে, স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে এ বিষয়ে দাবি জানানো হবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আরও পড়ুন: নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন কত করার প্রস্তাব
গণমাধ্যমকে তিনি বলেন, ‘কমিশনের কাছে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম। কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছিলেন। এখন যদি এ সুপারিশ না করা হয়, তাহলে বিষয়টি দুঃখজনক হবে।’
গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়। সেই হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·