নতুন পাঁচ রূপে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’

১৭ ঘন্টা আগে
দীর্ঘ ১১ বছর পর পর্দায় আবারও ধরা দিলো নন্দিত লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় তিন চরিত্র। তবে নাটক নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে হাজির হলেন লেখকের জনপ্রিয় ‘তিন চরিত্রে’ অভিনয় করা ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম।

হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। ‘তারা তিনজন’ খ্যাত চরিত্রে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ।

 

 

নাটকের সে পরিচিত দৃশ্য এবার পাঁচটি নতুন বিজ্ঞাপন চিত্রে তুলে ধরা হয়েছে। নতুন পাঁচটি বিজ্ঞাপনের নির্দেশনায় ছিলেন লেখক হুমায়ূন আহমেদের ছেলে নির্মাতা নুহাশ হুমায়ূন।

 

সম্প্রতি সে পাঁচটি বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অভিনেতা ফারুক আহমেদ তার ফেসবুক আইডিতে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন।

 

নির্মাতা নুহাশ হুমায়ূন, ডা. এজাজুল ইসলাম ও স্বাধীন খসরুর সঙ্গে নিজের একটি ছবি আপলোড করে ফারুক ক্যাপশনে লেখেন, পাঁচটি বিজ্ঞাপন নির্মাণ করলেন নুহাশ হুমায়ূন। দীর্ঘ এগারো বছর পর আমরা তিনজন (আমি ডা. এজাজুল ইসলাম আর স্বাধীন খসরু) একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলাম। নুহাশ হুমায়ূন নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেছে। আমি তার কাজে অভিভূত।

 

আরও পড়ুন: হেলাল হাফিজের ‘চিরকুমার রহস্য’ নিয়ে নাটক

 

 ‘জীবন একটা কুয়া’ শিরোনামের বিজ্ঞাপনে ফারুক, খসরু ও এজাজ। ছবি: সংগৃহীত

 

পাঁচটি বিজ্ঞাপনের মধ্যে একটি এরইমধ্যে প্রচারে এসেছে। ‘জীবন একটা কুয়া’ শিরোনামের বিজ্ঞাপনটি টেলিভিশনের পর্দার পাশাপাশি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলেও।

 

আরও পড়ুন: মেহজাবীনের বিয়ের ভিডিও প্রকাশ্যে!

 

]]>
সম্পূর্ণ পড়ুন