নতুন দল গঠনের প্রস্তাব ইলন মাস্কের, নাম ‘আমেরিকা পার্টি’!

৩ সপ্তাহ আগে
মার্কিন ধনকুবের ইলন মাস্ক চলতি সপ্তাহে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ধারণা উত্থাপন করেছেন, যা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চলমান বিরোধকে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন অনেকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, ট্রাম্পের সঙ্গে চলমান ‘বিরোধের’ মাঝে, সামাজিক মাধ্যম এক্সে একটি জরিপ চালান ইলন মাস্ক। যেখানে তার ২২০ মিলিয়ন অনুসারীকে জিজ্ঞাসা করা হয়, ‘যুক্তরাষ্ট্রে কি এমন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার সময় এসেছে যারা আসলে মধ্যবর্তী ৮০ শতাংশের (মানুষের) প্রতিনিধিত্ব করে?’

 

ওই জরিপে সাড়া দেয়া ৮০ শতাংশ মানুষ এই ধারণাকে সমর্থন করেছেন বলে তুলে ধরে, টেসলার সিইও গেল শুক্রবার সন্ধ্যায় একটি পোস্টে বলেন, ‘এটাই ভাগ্য’। 

 

আরও পড়ুন: ইলনকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, হুমকি ট্রাম্পের

 

মাস্ক পরবর্তীতে একজন সমর্থকের নতুন দলটির নাম ‘আমেরিকা পার্টি’ রাখার পরামর্শকে সমর্থন করেন, যা গত বছর তিনি যে আমেরিকা প্যাক (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) চালু করেছিলেন তার অনুরূপ। 

 

এটি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকানদের সমর্থনে ২৩৯ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। 

 

Is it time to create a new political party in America that actually represents the 80% in the middle?

— Elon Musk (@elonmusk) June 5, 2025

 

তবে অনেকে বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা বড় চ্যালেঞ্জ। কারণ ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং প্রতিষ্ঠিত অন্যান্য দলের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে থাকা যেকোনো নতুন দলকে তার প্রার্থীদের তালিকাভুক্ত করার জন্য জটিল, রাজ্য-নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলো অতিক্রম করতে হবে।

 

এদিকে, নতুন দল প্রতিষ্ঠার পরিবর্তে ‘ভেতর থেকে’ একটি প্রধান দলকে সংস্কার করার প্রস্তাবও দেয়া হয়েছে একটি পোস্টে। ইলন মাস্ক সেটিও বিবেচনা করছেন বলে মনে করা হচ্ছে, কারণ ওই পোস্টের উত্তরে ইলন মাস্ক লিখেছেন ‘হুম’। 

 

আরও পড়ুন: ট্রাম্প-ইলন মাস্কের দ্বন্দ্ব সত্যি নাকি সাজানো?

 

যদিও ইলন মাস্ক রিপাবলিকান পার্টি ছাড়ার ব্যাপারে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা এখনও স্পষ্ট নয়।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

]]>
সম্পূর্ণ পড়ুন