দেশের ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নিচ্ছে বিসিবি। বিশেষ করে যে ক্রিকেটাররা বর্তমানে ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগ ব্যবস্থার বাইরে আছেন, তাদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে সুযোগ সৃষ্টি করতে চায় বোর্ড।
বিসিবির সহসভাপতি ও জাতীয় দলের অধিনায়ক ফারুক আহমেদকে এই টুর্নামেন্ট আয়োজনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। লিগের ম্যাচগুলো বগুড়া ও রাজশাহী—এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দুই দিনে ম্যাচ শেষ হওয়ায় ‘অসন্তোষজনক’ রেটিং পেলো এমসিজি’র পিচ
নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই এই প্রতিযোগিতা মাঠে গড়াবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই টুর্নামেন্টে ছয় থেকে আটটি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় নির্বাচক প্যানেল। যোগ্যতা নির্ধারণ করা হয়েছে নিম্নলিখিত ভিত্তিতে—
ক) বিপিএল টি–টোয়েন্টি ২০২৫–২৬-এর নিলাম তালিকায় থাকা সত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি দ্বারা নির্বাচিত না হওয়া খেলোয়াড়রা।
খ) যে আটটি দল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়নি, সেসব দলের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা।
আরও পড়ুন: মোস্তাফিজ ১৮ কোটিতে বিক্রি হলেও অবাক হওয়ার কিছু নেই: তাসকিন
প্রতিযোগিতার পেশাদার ও একই পর্যায়ের মান বজায় রাখতে বিসিবি সংশ্লিষ্ট দলগুলোর টিম ম্যানেজমেন্ট নিয়োগ করবে। খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সব আর্থিক বিষয় বিসিবি নিজেই পরিচালনা করবে।
সোনার বাংলা পাথওয়ে টি–২০ ক্রিকেট লিগের দল গঠন, ম্যাচ সূচি ও পরিচালনাগত অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·