নতুন গান আনলেন বেলি আফরোজ

২ সপ্তাহ আগে
বর্তমান সময়ের অন্যতম মেধাবী গায়িকা বেলি আফরোজ। স্টেজ শোতে দর্শক-শ্রোতাদের মাতানোর কৌশল তার রপ্ত। তাই বছরের পুরোটা সময় বিভিন্ন লাইভ কনসার্ট ও টিভি শো নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে সময় সুযোগ বুঝে মৌলিক গানও প্রকাশ করে থাকেন এ শিল্পী।

‘পাওয়ার ভয়েজ’খ্যাত এই গায়িকা এবার নতুন একটি মৌলিক গানের ভিডিও নিয়ে হাজির হলেন দর্শক-শ্রোতাদের সামনে। আর নতুন এ গানটির শিরোনাম ‘আমায় ঠকাইলে’। এআর রাব্বির কথায় গানটির সুর-সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।

 

ইয়াসির আরাফাতের পরিচালনায় গানটির ভিডিওতে বেলি আফরোজের সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান। সম্প্রতি ‘আমায় ঠকাইলে’ গানটি বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে মুক্তি পেয়েছে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

 

নতুন গান প্রসঙ্গে বেলি আফরোজ বলেন,

আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ভালো কাজের সাথে থাকার। দর্শক-শ্রোতাদের ভালো বাংলা গান উপহার দিতে চাই সবসময়। এরই ধারাবাহিকতায় নতুন গানটি প্রকাশ করা।

 

তিনি আরও বলেন,

এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি করা। গানটির কথা, সুর ও সংগীত  খুব ভালো লেগেছে। আমিও আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। গান ও ভিডিও দুটিই দর্শক-শ্রোতারা পছন্দ করবে আশা করি।

 

আরও পড়ুন: অসুস্থ ফরিদা পারভীন প্রসঙ্গে যা জানালেন তার স্বামী

 

প্রসঙ্গত, সবশেষ কিংবদন্তি শিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামে ডুয়েট গান-ভিডিও প্রকাশ করেছিলেন বেলি।

 

আরও পড়ুন: গিটারিস্টের সঙ্গে পরকীয়ায় বিচ্ছেদ কনার, গুঞ্জন তুঙ্গে!

]]>
সম্পূর্ণ পড়ুন