ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মুক্তিকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: নড়াইলে সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা
গত ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে কবিরুল হক মুক্তি সংসদ সদস্য পদ হারান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ বেশ কয়েকটি আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
]]>