একই সাথে ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নকশা বহির্ভূত বর্ধিত স্থাপনা ভেঙে অপসারণ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
এসময় রাজউকের নকশার ব্যতয় ঘটিয়ে বহুতল ভবন দুটির নির্মাণ কাজ করার প্রমাণ পাওয়া যায়। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নির্মাণ কাজ বন্ধ করে দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নকশা বহির্ভূত স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক কাউন্সিলরসহ ৪ জন গ্রেফতার
অভিযানে নেতৃত্ব দেয়া রাজউক কর্মকর্তা তাহমিনা পারভীন জানান, অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসা-বাড়ির দেড় হাজার সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথোরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, সহকারী অথোরাইজড অফিসার আবু সাদাত মো. সায়েম, প্রধান ইমারত পরিদর্শক মো. রাসেল ইসলাম, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম ও ইমারত পরিদর্শক মো. রুবেল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
]]>