নকল আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, যুবক আটক

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নকল আইডি কার্ড ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশে চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান।

 

তিনি বলেন, নকল পরিচয়পত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অভিযোগে একজনকে আটক করে শাহবাগ থানায় দেয়া হয়েছে। থানা থেকে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: রাত পোহালেই ডাকসু নির্বাচন, ৩৪ ঘণ্টা সীমিত থাকবে চলাচল

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার রাত ৮টা থেকে ঢাবির প্রবেশমুখগুলোতে এ কড়াকড়ি আরোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, শিক্ষক ও অনুমতিপ্রাপ্তরা ছাড়া কাউকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ৩৪ ঘণ্টা সর্বসাধারণের জন্য ক্যাম্পাস এলাকা বন্ধের ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

 

তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্ব স্ব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন