প্রত্যাশানুযায়ী ক্লাব ওয়ার্ল্ডকাপের শুরুটা করতে পারেনি ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে ড্র হতাশা বাড়ায় স্বাগতিক সমর্থকদের। যদিও পরের ম্যাচে মোড় ঘুরিয়ে দেন লিওনেল মেসি। পর্তুগাল জায়ান্ট পোর্তোকে হারিয়ে নক আউট পর্বের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে এমএলএসের ক্লাবটি। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে লড়বে ইন্টার মায়ামি।
পালমেইরাসের বিপক্ষে হার এড়ালেই সরাসরি রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত হবে হাভিয়ের মাশ্চেরানোর দলের। আর জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পা রাখবে ইন্টার মায়ামি। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান মায়ামি কোচ।
আরও পড়ুন: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাঠের মান নিয়ে প্রশ্ন তুললেন বেলিংহ্যাম
‘যদি আমরা এ ম্যাচটা ড্রয়ের জন্য খেলি তাহলে বড় একটা ভুল হবে। ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছুটা ঘটে যেতে পারে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো সত্যিই কঠিন। আমরা সর্বদা জয়ের জন্য খেলি এবং এ ম্যাচেও সেটাই করবো।’
শেষ ম্যাচ জয়ে বড় অবদান ছিলো লিওনেল মেসির। শেষ বয়সেও আর্জেন্টাইন তারকার পারফরম্যান্স মুগ্ধ করছে কোচকেও। মেসিকে আরও ৫ বছর মাঠে দেখার প্রত্যাশা মায়ামি কোচ মাশ্চেরানোর।
‘মেসিকে কোচিং করানো সৌভাগ্যের ব্যাপার। আমরা সবাই তার খেলা উপভোগ করি। তার অনুশীলন ও ম্যাচে পারফরম্যান্স আমি উপভোগ করি। আমরা হয়তো তাকে আগামী দুই-তিন কিংবা পাঁচ বছর খেলতে দেখতে পারি।’
আরও পড়ুন: বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ রুডিগারের
এদিকে গ্রুপ টেবিলে মায়ামির সমান পয়েন্ট নিয়ে শীর্ষে পালমেইরাস। জয়ের প্রত্যাশা ব্রাজিলিয়ান ক্লাবটিরও।
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটলের বিপক্ষে লড়বে পিএসজি। আতলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে হার হজম করে প্যারিসিয়ানরা। এ ম্যাচে পয়েন্ট হারালেই বিপদে পড়তে হতে পারে পিএসজিকে। তাই প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও, মাঠে সর্বোচ্চ দেয়ার লক্ষ্য লুই এনরিকের দলের।
]]>