নকআউটে ওঠার লড়াইয়ে টিকে থাকতে জয়ের খোঁজে নামছে রিয়াল

২ সপ্তাহ আগে
ইউরোপের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপে খেলতে গেছে দীর্ঘ মৌসুম তুমুল প্রতিযোগিতামূলক ফুটবল খেলার ক্লান্তি সঙ্গী করে। যার প্রভাব পড়েছে তাদের খেলাতেও। এরই মধ্যে অঘটনের স্বীকার হয়েছে চ্যাম্পিয়ন্স লীগজয়ী পিএসজি ও কনফারেন্স লিগজয়ী চেলসি। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে কোনোমতে হার ঠেকিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে প্রতিযোগিতায় ব্যাকফুটে চলে গেছে শাবি আলনসোর শিষ্যরা। নকআউটে খেলতে সামনের দুই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে লস ব্লাঙ্কোদের।

ক্লাব বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এবার মেক্সিকোর ক্লাব পাচুকা। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।


ক্লাব বিশ্বকাপে রিয়ালের শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শাবি আলনসোর শিষ্যরা। ফলে ডাগআউটে ক্লাবের সাবেক কিংবদন্তির যাত্রাটা খুব একটা সুবিধার হয়নি। পাচুকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নামছে শাবির শিষ্যরা।


নিজেদের গ্রুপে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে তিনে আল হিলাল। প্রথম ম্যাচে পাচুকাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রেডবুল সালজবুর্গ। শোবা শেষে থাকা পাচুকা কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

 

আরও পড়ুন: নতুন ঠিকানায় পুরোনো বন্ধুকে আনার চেষ্টায় ব্রুইনা


নকআউট পর্বে জায়গা পেতে আজ রিয়ালের জয়ের বিকল্প নেই। পাচুকাকে হারাতে পারলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ওঠার সুযোগ পেলেও তাতেই নকআউট পর্ব নিশ্চিতের গ্যারান্টি নেই। এমনকি শেষ পর্যন্ত এই গ্রুপের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গোল পার্থক্য। যে কারণে আজ বড় জয়ের লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়বে শাবির শিষ্যরা।


তবে রিয়ালের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে এমবাপ্পের অসুস্থতা। গ্যাস্ট্রোএন্টেরিটিসে আক্রান্ত হয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। যে কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। পাচুকার বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই। বিষয়টি শনিবার (২১ জুন) নিশ্চিত করেছেন দলটির স্প্যানিশ কোচ শাবি। তবে তার আশা, গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গের বিপক্ষে পাওয়া যাবে এমবাপ্পেকে।


আরও পড়ুন: শিরোপা উল্লাসে প্রাণ গেলো সমর্থকের, শোকস্তব্ধ আলজেরিয়ার ফুটবল

 

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিতে দানি কার্ভাহাল, আন্টনিও রুডিগারকেও পাচ্ছে না রিয়াল। তবে গুরুত্বপূর্ণ তিন তারকাকে ছাড়াই পাচুকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী লস ব্লাঙ্কোরা।  


লিগা এমএক্সে গত মৌসুমটা ভালো কাটেনি পাচুকার। অষ্টম স্থানে থেকে শেষ করেছে জেমি লোজানোর দল। এই ম্যাচে পরিষ্কার ফেবারিট হিসেবেই নামবে রিয়াল। তবে, লস ব্লাঙ্কোদের জন্য বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠতে পারে তাপমাত্রা। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড গরমে মানিয়ে নিতে ইউরোপিয়ান দলগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। দীর্ঘ ক্লাব মৌসুমের ক্লান্তি আর ইনজুরির ধকলের সঙ্গে প্রচণ্ড গরমই রিয়ালের বড় প্রতিপক্ষ। 

]]>
সম্পূর্ণ পড়ুন