বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ মাদ্রাসার অন্তত ৬০ জন শিক্ষার্থীকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা সবাই মাদ্রাসাটির হেফজ, কুতুবখানা ও পাঠাগার বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, সেখানে প্রায় ১ হাজার ৬০০ জন আবাসিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন। মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা নিয়মিত খাবার ভাত, সবজি, মাছের তরকারি ও ডাল খেয়ে ঘুমাতে যায়। রাত গভীর হওয়ার আগেই কয়েকজন শিক্ষার্থী পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে একে একে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। রাতেই অন্তত ২০ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে আরও ৪০ জন শিক্ষার্থী একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। দুপুর নাগাদ অসুস্থের সংখ্যা দাঁড়ায় ৬০ জনে।
আরও পড়ুন: ভালো দামের আশায় আগাম সবজি চাষ, ছত্রাকের আক্রমণে বিপাকে নওগাঁর কৃষকরা
মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে সবাই একই খাবার খেয়েছে। ধারণা করা হচ্ছে, ডাল বা তরকারিতে কোনোভাবে বিষক্রিয়া হয়েছিল। খাবার খাওয়ার পর থেকেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।’
ঘটনা জানাজানি হতেই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাদ্রাসায় ছুটে যান। পরিস্থিতি বিবেচনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ১০ দিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ বলেন, ‘সব শিক্ষার্থীর উপসর্গ এক রকম বমি ও ডায়রিয়া। খাবারে কোনো ধরনের বিষক্রিয়া থেকেই এ সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।’
বর্তমানে সকল শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তবে কেউ আশঙ্কাজনক নন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
]]>