নওগাঁয় বিদ্যুৎ লাইনের নামে ৭৫০ তালগাছের ‘মাথা কেটে হত্যা’

৪ সপ্তাহ আগে
নওগাঁ বাইপাস সড়কে বিদ্যুৎ লাইনের নিরাপত্তার অজুহাতে প্রায় ৭৫০টি তালগাছের মাথা কেটে ফেলেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এতে অধিকাংশ গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুর মুখে পড়েছে। এই ঘটনায় জেলাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা।

সড়কের দুই পাশে সারিবদ্ধ এই তালগাছগুলো দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি নওগাঁ-বগুড়া বাইপাস সড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকায় বিদ্যুতের পোল ও তার স্থাপনের সময় নির্বিচারে এসব গাছের মাথা কেটে ফেলা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, গাছ কাটায় তারা বাধা দিলেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। এতে প্রায় এক হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৫ শতাধিক গাছ ইতোমধ্যেই মারা গেছে। বাকি গাছগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পরিবেশবিদ ও এলাকাবাসী ওই সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা এ ঘটনাকে ‘পরিকল্পিত পরিবেশ ধ্বংস’ বলে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

পরিবেশবিদ মাহমুদুন্নবী বেলাল বলেন, ‘এটা অপূরণীয় ক্ষতি। তালগাছগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর ছিল।’

 

নওগাঁ নাগরিক উন্নয়ন ফোরামের আহ্বায়ক জাহিদ রব্বানী বলেন, ‘আমরা নির্মম এ কাজের জন্য নেসকোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তাদের গাছের এমন ক্ষতির জবাব দিতে হবে।’

 

আরও পড়ুন: সৌদি থেকে আসবে ৮০ হাজার টন সার, বাফার গুদাম হবে নওগাঁ-বগুড়ায়

 

পরিবেশ নেতা জয়নাল আবেদিন মুকুল বলেন, ‘এটা শুধু পরিবেশের ক্ষতিই নয়, তারা চরম দায়িত্বহীন ও বিবেকহীনতার পরিচয় দিয়েছে। বিদ্যুতের পোল সড়ক থেকে ১০ হাত দূরে স্থাপন করলে গাছগুলো কাটার দরকার ছিল না।’

 

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নওগাঁ কার্যালয় জানায়, বাইপাস সড়কটি তাদের অধিভুক্ত। ২০০০ সালে সড়কের দুই পাশে তালগাছগুলো রোপণ করা হয়েছিল। সড়কের পাশে কোনো বিদ্যুতের পোল বা স্থাপনা বসাতে হলে পূর্বানুমতি নেয়ার নিয়ম থাকলেও নেসকো সেই অনুমতি নেয়নি।

 

সড়ক ও জনপথ বিভাগের নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. রশিদুল হক বলেন, ‘আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। এটি নিয়মবহির্ভূত কাজ।’

 

পরিবেশবিদদের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ও মৃত গাছগুলোর আনুমানিক আর্থিক মূল্য প্রায় এক কোটি টাকা। তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের ঝুঁকি বাড়ায় সরকারিভাবে তালগাছ রোপণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। অথচ নওগাঁয় এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত গাছগুলোর সুরক্ষা, নতুন করে তালগাছ রোপণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন