নওগাঁয় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২, হাসপাতালে ১০

৪ সপ্তাহ আগে
নওগাঁর নিয়ামতপুর ডাঙ্গা পাড়া এলাকায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শরিফুল ও আজিজুল নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে একটি গাছ কাটতে যায় শরিফুল। এ সময় প্রতিবেশী লালচান ও তার লোকজন তাদের গাছ দাবি করে তা কাটতে বাধা দেয়। এর জের ধরে লালচানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শরিফুলের ওপর হামলা করে।

 

পরে উভয়ের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

 

আরও পড়ুন: কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ৪

 

অন্যদিকে আহতদের রাজশাহী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুপুরে আজিজুল ইসলাম নামের আরও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১০ জনকে আটক করেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন