নওগাঁয় ৫ কলেজের সবাই ফেল

১ সপ্তাহে আগে
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলার পাঁচটি কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায়, নওগাঁর ৮৬টি কলেজ থেকে এ বছর মোট ১৪ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা আর বি হাই স্কুল অ্যান্ড কলেজের চার পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। মান্দা উপজেলার মান্দা এস সি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৯ পরীক্ষার্থী এবং ভারশো হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাসের মুখ দেখেননি।

 

এছাড়া আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চার পরীক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন, আর উপস্থিত দুইজনই ফেল করেছেন। নিয়ামতপুর উপজেলার শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে পরিস্থিতি আরও বেদনাদায়ক—২৩ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন অনুপস্থিত, আর বাকি ২০ জনই অকৃতকার্য।

 

আরও পড়ুন: এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল

 

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদৎ হোসেন বলেন, এমন ফলাফল অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। এসব প্রতিষ্ঠানের ফলাফল আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে।

 

তিনি আরও জানান, যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়ে তদন্ত চালানো হবে।

 

নওগাঁর শিক্ষা অঙ্গনে এ ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হতাশ অভিভাবকরা বলছেন, এই ফল শুধু শিক্ষার্থীদের নয়, আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি।

]]>
সম্পূর্ণ পড়ুন