এ সময় ১৫০ কেজি ক্ষুদ্র যন্ত্রাংশ, ১৯টি ব্যাটারি ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জেলায় যেকোনো ধরনের অপরাধ ঘটলে আমাদের নওগাঁ জেলা পুলিশ সব সময় জনগণের নিরাপত্তার জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে জনগণকেও সজাগ থাকতে হবে। সন্ধ্যাবেলায় কোনো এলাকায় যদি অপরিচিত লোকজন ঘোরাফেরা করে আপনাদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন।’
আরও পড়ুন: সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ আনারুল বাহিনীর সদস্য আটক
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৩ এপ্রিল সাপাহার ও ২৫ এপ্রিল পোরশায় চার্জার চালককে মারধর করে অটোরিকশা ও অটোচার্জার ভ্যান ছিনতাই করে একই সংঘবদ্ধ ডাকাত দল।’
কুখ্যাত ডাকাত মো. সেলিম বহুল আলোচিত সাপাহার উপজেলা আমায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। মো. আব্দুল জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি ও চুরি মামলা, মো. নুরুজ্জামানের বিরুদ্ধে ৪টি ডাকাতি ও চুরি মামলা এবং সেলিমের বিরুদ্ধে ৮টি ডাকাতি ও চুরি মামলা রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন, গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, নওগাঁর পোরশা থানার সোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল জব্বার (৪০), সাপাহার থানার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে মো. সেলিম (৩০), শহিদ খান (৩৪), কাওছার আলী মৃধা (২৪), আব্দুল মতিন মোল্লা (৫০), জিয়াউর রহমান (৪২), আজিজুল মণ্ডল (৬৪)।