নওগাঁয় চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

২ সপ্তাহ আগে
সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম নওগাঁর মেোকামে কেজিতে ৫ টাকা বাড়িয়েছে মিলাররা।

অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (২৬ জুন) নওগাঁর মিল পর্যায়ে অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ ও ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।


দুপুরে নওগাঁর হাপানিয়া এলাকায় মেসার্স সাহা এগ্রো অটো মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিলে বিপুল মজুত চাল দেখতে পায় অভিযানকারী কর্মকর্তারা। এছাড়া বাজার করা বস্তায় চালের দাম না লেখাসহ নানা অনিয়মে মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

আরও পড়ুন: নির্বাচন কার্যালয়ে ছদ্মবেশে দুদক, অবৈধ টাকা লেনদেনের প্রমাণ

অন্যদিকে একই এলাকায় বরেন্দ্র মিলে অভিযান চালানো হয় সেখানে ধান মজুত দেখতে পায়। ফলে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে মজুতবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট দফতর। 


অভযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ তরফদার ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুবেল হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন