তিনি জানান, ভোরের দিকে সীমান্ত পিলার ২২৯ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর এলাকায় তিনটি মহিষ ও একটি স্টিয়ারিং গাড়ি দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে।
বিজিবির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মহিষগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল। তবে বিজিবির টহল জোরদার থাকায় চোরাকারবারিরা মহিষ ও গাড়ি ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুন: কোরবানিতে ভারতের গরু ঠেকানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ার খামারিদের
জব্দ করা তিনটি মহিষ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ পশু ও পণ্য পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।