নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

২ সপ্তাহ আগে
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে চাল সরবরাহ বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৫ মার্চ) নওগাঁর মুক্তির মোড় এলাকায় মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, জেলার ১৮ সংগঠনের ব্যানারে নওগাঁয় আন্দোলন চলছে। ২৬টি মেডিকেল কলেজ বন্ধের তালিকায় নওগাঁর মেডিকেল কলেজও রয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছে জেলার ১৮টি সামাজিক সংগঠন। এ ছাড়া জেলা বিএনপির নেতাকর্মীরাও একমত পোষণ করে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানিয়েছেন।


শনিবার নওগাঁর মুক্তির মোড় এলাকায় শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ আন্দোলনে যুক্ত হন।


আরও পড়ুন: রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ


ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তারা দাবি করেন, নওগাঁ মেডিকেল কলেজ সুনামের সঙ্গে ফলাফল করে যাচ্ছে। বর্তমানে সাড়ে ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছেন। জেলার স্বাস্থ্য সেবায় এসব শিক্ষার্থীর ব্যাপক অবদানে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এ অবস্থায় মেডিকেলের মানের প্রশ্ন তুলে সম্প্রতি সরকার ২৬টি মেডিকেল বন্ধের নথিগত সিদ্ধান্ত নেয়। এতে জেলাবাসী ফুসে ওঠেছে। জেলা বিএনপি জামায়াত ইসলাম, জেলা বাসদসহ ১৮টি সামাজিক সংগঠন একজোট হয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে এ আন্দোলনে নামে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন