ধোনি এখন চেন্নাইয়ের অধিনায়ক

৪ সপ্তাহ আগে
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে আরও ৯টি ম্যাচ খেলবে, গ্রুপপর্ব পার হতে পারলে ম্যাচের সংখ্যা বাড়বে। আর এই সব কটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন ৪৩ বছর বয়সি মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বিষয়টি নিশ্চিত করেছেন।


ধোনি নেতৃত্ব পেয়েছেন রুতুরাজ গাইকওয়াদের কপাল পুড়ায়। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তুষার দেশপান্ডের বল মোকাবিলা করতে গিয়ে কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। সে কারণে পরের ম্যাচেই ধোনি অধিনায়ক হচ্ছেন বলে আলাপ শুরু হয়, যদিও রুতুরাজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ওই ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর খেলেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষেও।


২ ম্যাচ ও ও ১০ দিন পর এসে জানা গেল, দেশপান্ডের ওই ডেলিভারিতে রুতুরাজের কনুইয়ের হাড়ে ফাঁটল ধরা পড়েছে। এই চোট পুরো মৌসুমের জন্যই ছিটকে দিয়েছে তাকে। সে কারণেই ধোনির কাঁধে নেতৃত্বের ভার পড়েছে। ফ্লেমিং বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে রুতুরাজ গাইকওয়াদ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গুয়াহাটিতে আঘাত পেয়েছিল, এখনও ব্যথা অনুভব করছে। এক্সরে করা হয়েছে, এরপর এমআরআই। কনুইয়ে ফাঁটল ধরা পড়েছে। তার জন্য খারাপ লাগছে।’


আরও পড়ুন: হারের পর ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন স্যামসন


ফ্লেমিং যোগ করেন, ‘খেলার জন্য তার চেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু দুর্ভাগ্যবশত, আপাতত সে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ধোনি বাকি টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবে।’


ধোনি আইপিএলের সফলতম অধিনায়ক। ২২৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩৩ ম্যাচেই দলকে জিতিয়েছেন তিনি। রাইজিং পুনে সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার ২০২২ সালে অধিনায়কত্ব ছেড়ে দেন। অধিনায়ক হিসেবে ধোনি শুধু আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচই জিতিয়েছেন না, সবচেয়ে বেশি ট্রফিও জিতেছেন। তার নেতৃত্বেই চেন্নাইয়ের ৫টি শিরোপা। ধোনির মতো রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন। ২টি শিরোপা আছে গৌতম গম্ভীরের।


এবারের আইপিএলটা ব্যাট হাতে তেমন রাঙাতে পারছেন না ধোনি। ব্যাট হাতে ৫ ম্যাচে করেছেন ১০৩ রান। অবশ্য ব্যাটিংয়ে নেমেছেনও শেষের দিকে। তবে চিরপরিচিত ফিনিশিংয়ে দলকে এখন পর্যন্ত কোনো জয় এনে দিতে পারেননি। ফলে দলের অবস্থাও খুব একটা ভালো না। যৌথভাবে আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ী চেন্নাই এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে। 
 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন