ধামরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

২ সপ্তাহ আগে
ধামরাইয়ে সাড়ে চারশ শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও পরীক্ষা সামগ্রী বিতরণ করে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন।

রোববার (২২ জুন) দুপুরে ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের হলরুমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অদম্য বাংলাদেশের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।


প্রধান অতিথির বক্তব্যে মামনুন আহমেদ অনীক শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য দেন। বলেন, ভালো প্রস্তুতি এবং পরিকল্পনা ভালো ফলাফল এনে দিতো পারে। এছাড়া, পরীক্ষার হলে ছোট ছোট বিষয় খেয়াল রাখলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন: ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষ মুখোমুখি, সেনা মোতায়েন

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার যেসব সেক্টরকে ধ্বংস করেছিল তারমধ্যে অন্যতম শিক্ষাখাত। এখন তোমাদের মতো শিক্ষার্থীরাই এই সেক্টরকে আগের অবস্থায় নিয়ে যেতে সাহায্য করতে পারো। শুধু পাস করার জন্য না, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করলে তোমাদের জীবন, পরিবারের আশা যেমন পূর্ণতা পাবে, তেমনি এই শিক্ষা খাত ঘুরে দাঁড়াবে।’

অটোপাসের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান মুরাদ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্খ মিজানুর রহমান,  সাবেক অধ্যক্খ এম এ জলিলসহ কলেজের শিক্ষকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন