ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন

৪ দিন আগে
মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্যকালে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, ‘১৬ বছর আনন্দমুখর ও উন্মুক্ত পরিবেশে এমন সম্মেলন করার প্রত্যাশা ছিল। দেশে গণতন্ত্র অবশিষ্ট ছিল না।’


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস। এই ইতিহাস যেনো আমরা ভুলে না যাই।’


তিনি বলেন, ‘শ্বেতপত্র অনুযায়ী ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এসব দিয়ে শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট তিনগুণ করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করেছে।  ঋণের নামে যে টাকা লুটপাট হয়েছে, ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেতো।’


জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নিতে বলেন,  ‘২৪ এর আন্দোলনে যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তার ইতিহাসও পৃথিবীতে নেই।’


আরও পড়ুন: বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না, পিআর ইস্যুতে সালাহউদ্দিন


বিএনপির এ নেতা বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে শক্তিশালী গণতন্ত্র নির্মাণ করতে চাচ্ছি, এখনও সে সংগ্রাম চলছে। কখনও সংস্কারের জন্য, কখনও নির্বাচনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।’


তিনি বলেন, ‘মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। কাজে কি প্রমাণ করবো মানুষ তা দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে। নেতাকর্মীদের এর জবাব দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হতে হবে।’


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি অবশ্যই বিচার করবে। প্রতিটি খুন-গুমের বিচার বিএনপি করবে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে। সংস্কার চলমান প্রক্রিয়া। জিয়াউর রহমান-খালেদা জিয়া সংস্কারের প্রবক্তা।’

]]>
সম্পূর্ণ পড়ুন