ধলেশ্বরীতে ৩ কিশোরী নিখোঁজ, ৯ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজের ৯ দিন পর আছিয়া নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও আছিয়ার ছোটো বোন নিখোঁজ রয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন মরদেহ নদীতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।


উদ্ধার আছিয়া সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের মেয়ে।


জানা গেছে, ৪ অক্টোবর শনিবার দুপুরে তিন কিশোরী আছিয়া আক্তার (১২) ও ছোটো বোন মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের মেয়ে মনিরা আক্তার (১১) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ওই রাতেই কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর অনেক খুঁজেও বাকি দুই বোনের মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে। পরে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়। ৯ দিন পর রোববার আছিয়ার মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করলেও এখনও মাফিয়া নিখোঁজ রয়েছে।


আরও পড়ুন: ধলেশ্বরীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ!


মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, তিন কিশোরী খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে শহরের ঘোষ পাড়া এলাকায় বেড়াতে যায়। পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোত ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। পরিবার যেনো কোনোভাবে শোক ভুলতে পারছে না।

]]>
সম্পূর্ণ পড়ুন