বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার আকানগর S E S D P মডেল উচ্চ বিদ্যালয়ে সর্বস্তরের জনতার ব্যানারে করা হয় এই কর্মসূচি।
এসময় বক্তারা বলেন, ‘অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে, নইলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এমনটা চলতে দেয়া যায় না। এভাবে চলতে থাকলে কারো মা-বোনই নিরাপদ থাকবে না। সবাই ভুক্তভোগীর কাতারে দাঁড়াতে হবে।’
তারা আরো বলেন, প্রতিবাদের মাধ্যমে এই সমাজকে বার্তা দিয়ে যেতে চাই যে এখানে অপরাধীর কোনো ঠাঁই নেই। দ্রুত আসামিকে গ্রেফতার করতে হবে।
আসামি গ্রেফতার না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়ে গত ১৪ এপ্রিল দুপুরে দিকে বাড়ির পাশে খেলার সময় আমাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে আমার মেয়েকে ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। পরে তামিমের বিল্ডিংয়ের চিপাগলিতে আমার মেয়ের চিৎকার শুনতে পাই, আমি আমার ভাই দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পরে তাকে উদ্ধার করে প্রথমে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, শিশুটির মা- বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: নড়াইলের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক ডা. মো. রফিকুল ইসলাম।
এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজ নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। সেইসঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
]]>