ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারের (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কাল রোববার (২৭ এপ্রিল)  বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিলো। শনিবার মার্কেটে গিয়ে কিছু কাপড়ও কিনেছে। রাত ৮টায় মা ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিতে যান। এ সুযোগেই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লামিয়া। এরপর স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।


এ বিষয়ে শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার বলেন, নিহতের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে (পটুয়াখালী) নেয়া হবে।


আরও পড়ুন: গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ: মূলহোতা গ্রেফতার


পটুয়াখালী দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘আমি বিষয়টা শুনেছি, তবে তার পরিবারের লোকজন ফোন ধরছেন না। ঘটনা যেহেতু ঢাকায় সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা শেষে লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হতে পারে।


উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজছাত্রী লামিয়া বাবার কবর দেখে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করে। দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন