অভিষেক ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে জিতেছিলেন সেরা ফুটবলারের তকমা। কাতার বিশ্বকাপেও খেলেছেন ফাইনালে। আলোড়ন ফেলেছিলেন পুরো বিশ্বে। সেই কিলিয়ান এমবাপ্পেই এখন পার করছেন সবচেয়ে বাজে সময়। এরই মাঝে সুইডেনের আদালতে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে চলছে সমালোচনা। অবশেষে এসব বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফরাসি তারকা।
আরও পড়ুন: মেসির কাছ থেকে অনেক শিখেছি: এমবাপ্পে
গেল অক্টোবর উইন্ডোতে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের স্কোয়াডে না থাকায় সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দিনের জন্য সময় কাটাতে যান কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদে ফেরার পর সুইডিশ গণমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ উঠে ধর্ষণের। যদিও পুলিশ এখনো নাম প্রকাশ করেনি অপরাধীর। চলমান রয়েছে তদন্তও। এমন খবরে রীতি মতো হতভাগ এমবাপ্পে।
গণমাধ্যমকে এমবাপ্পে বলেন, ‘আমি অবাক হয়েছিলাম যখন প্রথম খবরটা শুনি। সত্যি বলতে এখনো এটা বিশ্বাস করতে পারছি না। এসব জিনিস হঠাৎ করেই জীবনে আসে আর বিভ্রান্তির সৃষ্টি করে। আমি কখনোই এ ঘটনার সাথে জড়িত না। এর প্রভাব আমার ওপর পড়ছে না। আমাকে সুইডেন সরকারও এ ব্যাপারে কিছুই জানায়নি।’
আরও পড়ুন: পিএসজির আগে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে
]]>