ধর্ষণের অভিযোগ, অবশেষে মুখ খুললেন অভিনেতা

২১ ঘন্টা আগে
ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেফতার হন। এই টানাপোড়েনের পর প্রথম নীরবতা ভাঙলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে আশিস এই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এবং তার অনুভূতির কথা জানিয়েছেন।


সম্প্রতি ধর্ষণের অভিযোগের পর পুনে থেকে আশিস কাপুরকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সম্প্রতি দিল্লির তিস হাজারী আদালত তার জামিন মঞ্জুর করেন।

 

আরও পড়ুন: নিউইয়র্কের রাস্তায় রণবীরের হৃদয় ভেঙেছিলেন হলিউডের অভিনেত্রী


এই ঘটনা প্রসঙ্গে আশিস বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।’


আশিসের বিশ্বাস যে, এই ঘটনা আরও এক বার প্রমাণ করল যে, সত্যেরই জয় হয়। আসল ঘটনা সব সময়েই দিনের আলো দেখতে পায়।


তার কথায়, ‘এই কঠিন সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এই দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করে।’

 

আরও পড়ুন: মধ্যরাতে দিশা পাটানির বাড়িতে হামলা, গুলিবর্ষণ!


'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', 'নন্দিনী'-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিশেষত 'ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়' ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন।

]]>
সম্পূর্ণ পড়ুন